Logo
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ | ১০ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

এবার সালমানের নতুন নায়িকা পূজা

প্রকাশের সময়: ১২:৪৮ অপরাহ্ণ - শুক্রবার | ফেব্রুয়ারি ১৪, ২০২০

তৃতীয় মাত্রা

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের হাত ধরে অনেক নায়িকাই বলিউডে পা রেখেছে এবং সফলতা পেয়েছে। সালমান খানের নায়িকাদের তালিকায় এবার সংযোজিত হলো আরও একটি নতুন নাম।

মহেঞ্জোদারো খ্যাত পূজা হেগড়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভাইজানের সঙ্গে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে তাকে।

সালমান ইতোমধ্যেই ঘোষণা করেছেন, আগামী বছর ঈদে এই ছবিটি ভক্তদের উপহার দিতে চলেছেন তিনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এর আগে ‘হাউজফুল ফোর’-এ পূজাকে নিয়ে কাজ করেছেন। সেখানে তিনি ছিলেন অক্ষয়কুমারের বিপরীতে। এবার সালমানের নায়িকা হিসেবে পূজার উপরে বাজি রেখেছেন সাজিদ। ছবিতে তাকে দেখা যাবে স্মল টাউন গার্ল হিসেবে।

সালমানের প্রচুর অ্যাকশন সিকোয়েন্সও থাকবে এই ছবিতে। আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এ বছর ঈদে আসছে সালমান ও দিশা পাটনি অভিনীত ‘রাধে’।

Read previous post:
হঠাৎ ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদের পদত্যাগ, স্থলাভিষিক্ত হলেন রিসি সুনাক

রিসি সুনাক (বামে) ও সাজিদ জাভিদ তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : বাজেট উপস্থাপনের মাত্র চার সপ্তাহ আগে আচমকা পদত্যাগ করলেন...

Close

উপরে