Logo
সোমবার, ১৬ জুলাই, ২০১৮ | ১লা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

চলচ্চিত্রে নির্মাতা অনিমেষ আইচ

প্রকাশের সময়: ১১:১৫ পূর্বাহ্ণ - শনিবার | জুলাই ১৪, ২০১৮

তৃতীয় মাত্রা :

নাট্য নির্মাতা ও অভিনেতা অনিমেষ আইচ। অভিনয় করছেন নতুন একটি ছবিতে। নাম ‘কাঁটা’। এর আগে নাটকেও অভিনয় করেছেন তিনি।

অনিমেষ আইচ জানান, “শুটিং এখনো চলছে। এটি নির্মাণ করছেন টোকন ঠাকুর। কবি ও নির্মাতা সাহিত্যিক শহীদুল জহিরের ছোট গল্প ‘কাঁটা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন তিনি।”

এর বেশি কিছু জানাতে চাননি তিনি। জানা যায়, গত জুন মাস থেকে শুরু হয়েছে এ সিনেমার শুটিং। ‘কাঁটা’ সিনেমার অধিকাংশ অভিনয়শিল্পী নতুন। বিভিন্ন কর্মশালার মাধ্যমে চিত্রনাট্য, গল্প ও অভিনয় বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের তৈরি করা হয়েছে।

তবে নির্মাতা টোকন ঠাকুরের মোবাইল নম্বর বন্ধ পাবার কারণে এ সিনেমাটির কাজ কতটুকু এগিয়েছে বা কবে মুক্তি পাবে-এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
ঢাকা মাতালো বনিএম

তৃতীয় মাত্রা : বিশ্বসেরা ডিসকো, আরএন্ডবি ও রেগে ধারার গানের দল বনি এমের কনসার্টে মাতলো রাজধানী ঢাকা। অনেক দূরের পথ...

Close

উপরে