Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০ | ১৩ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

আধুনিক, সচল, সবুজ ঢাকা গড়ার প্রত্যয় আতিকুলের

প্রকাশের সময়: ২:১৪ অপরাহ্ণ - শনিবার | জানুয়ারি ২৫, ২০২০

তৃতীয় মাত্রা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘আধুনিক, সচল, গতিময়, মানবিক, সবুজায়নের ঢাকা শহর গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’

শনিবার (২৫ জানুয়ারি) গুলশান হেলথ ক্লাব পার্কে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং মাদক থেকে দূরে রাখতে হলে সঠিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। ঢাকা উত্তরে বর্তমানে ২৪টি পার্ক রয়েছে। গড়ে তোলা হবে আরও ২৪টি পার্ক। আর এসব উন্নয়নের জন্য নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।’

নির্বাচনী ইশতেহারে কোনো চমক থাকছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আজই বলে দিলে তো আর কোনো চমক থাকল না। আমরা আধুনিক সচল গতিময় ঢাকা গড়তে চাই। আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি তাহলে অবশ্যই এগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব।’

জানা গেছে, আজ কালাচাঁদপুর এলাকা গণসংযোগ শেষ করে শাহজাদপুর, বাঁশতলা, গুলশান-২ এবং রাজউক মাঠ এলাকায় গণসংযোগ করবেন আতিকুল ইসলাম।

Read previous post:
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ফাইল ছবি তৃতীয় মাত্রা বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।...

Close

উপরে