Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | ১৫ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

চীনে রহস্যজনক ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই, আতঙ্কে মানুষজন

প্রকাশের সময়: ৫:৩৫ অপরাহ্ণ - সোমবার | জানুয়ারি ২০, ২০২০

সংগৃহীত ছবি

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : চীনে প্রতিনিয়ত রহস্যজনক ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত দুই দিনে দেশটিতে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে নতুন এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারে দাঁড়ালো।

বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহান শহরে ডিসেম্বরে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। পরবর্তীতে এই ভাইরাসে দেশটির বিভিন্ন শহরের মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৩ জনের মারা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

রহস্যজনক এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি ভাইরাল নিউমোনিয়া হওয়ার অনেকগুলো সম্ভাব্য উপসর্গ রয়েছে। এই উপসর্গগুলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের ভাইরাসের তুলনায় এই ভাইরাসেই বেশি দেখা যায়।

এদিকে নতুন এই রহস্যজনক ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে চীনা নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নানা গুজব দেখা গেছে।

রহস্যজনক এই ভাইরাস ছড়িয়ে পড়ায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কয়েকটি দেশ। সিঙ্গাপুর এবং হংকং তাদের বিমান বন্দরে চীনের উইয়ান থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। তাছাড়া যুক্তরাষ্ট্র তাদের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক বিমানবন্দরে অনুরূপ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র : আল জাজিরা, বিবিসি
Read previous post:
আশুলিয়ায় তিন লাশ উদ্ধার

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক নবজাতক, নির্মাণ শ্রমিক ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে...

Close

উপরে