Logo
মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ | ৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রাক চাপায় কনস্টেবল সাইফুল ইসলাম সহ নিহত ২

প্রকাশের সময়: ২:২৫ অপরাহ্ণ - বুধবার | জুন ১৩, ২০১৮

তৃতীয় মাত্রা :
ময়মনসিংহ প্রতিনিধি: ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে গাজীপুর গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল সাইফুল ইসলামের প্রাণ। ঈদের ছুটিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাস্থ নিজ বাড়িতে যাওয়ার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

জানা গেছে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস সড়কের গোল চত্বরে ট্রাকের চাপায় সিএনজির চালক ও এক পুলিশসহ দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন অপর ১০জন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক নাজমুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘার কান্দায় বাইপাস সড়কের গোল চত্বরে আজ বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মুক্তাগাছা গামী দ্রুত গতির মালভর্তি একটি ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে গোলচত্বরে দাঁড়িয়ে থাকা ৪/৫টি সিএনজিকে চাপা দিলে ২টি সিএনজি দুমরে মুচরে যায় এতে ঘটনাস্থলে গাজীপুর গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল সাইফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় এবং অপর ১০/১২জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আবুল হাসেমকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত ৯জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালককে গ্রেফতার করতে পারেনি। নিহত সিএনজি চালক আবুল হাসেমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
ভারতে বজ্রপাতে ১২ জনের মৃত্যু

  ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সবমিলিয়ে চলতি মাসে বজ্রপাতে  রাজ্যটিতে...

Close

উপরে