Logo
মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮ | ৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক শুক্রবার

প্রকাশের সময়: ২:২৬ অপরাহ্ণ - বুধবার | জুন ১৩, ২০১৮

১৪৩৯ হিজরি সনের পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ পর্যালোচনায় শুক্রবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
ময়মনসিংহে ট্রাক চাপায় কনস্টেবল সাইফুল ইসলাম সহ নিহত ২

তৃতীয় মাত্রা : ময়মনসিংহ প্রতিনিধি: ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে গাজীপুর গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল সাইফুল ইসলামের প্রাণ। ঈদের ছুটিতে শেরপুর জেলার শ্রীবরদী...

Close

উপরে