Logo
বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ১৪ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

গান গাইতে গাইতে মঞ্চেই হার্ট অ্যাটাক গ্রেগ পেজের

প্রকাশের সময়: ১২:১৫ অপরাহ্ণ - শনিবার | জানুয়ারি ১৮, ২০২০

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন শিশুদের জনপ্রিয় সংগীত গোষ্ঠী দ্য উইগলসের প্রতিষ্ঠাতা সদস্য গ্রেগ পেজ। সিডনির একটি কনসার্টে গান করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

টানা দেড় ঘণ্টা গান গেয়েছেন তিনি। মাত্রই শেষ গান ‘হট পটেটো’ পরিবেশন করতে যাচ্ছেন ঠিক সেসময় মঞ্চে পড়ে যান তিনি। উইগেলস ব্যান্ডের টুইটারে জানানো হয় খবরটি।

গ্রেগ পেজ মঞ্চে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সিডনির এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই জনপ্রিয় গায়ক।

১৯৯১ সালে উইগেলস ব্যান্ডের একটি অ্যালবামের সিডি বিক্রি হয়েছিল কয়েক মিলিয়ন। সেই সময় এই ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলেন গ্রেগ পেজ।

২০০৬ সালে অসুস্থতার কারণে তিনি অবসর নিয়েছিলেন। রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘ বিরতির পরে আবারও গানে ফিরেছিলেন ২০১২ সালে। এরপর মাঝে মধ্যে বিভিন্ন শোতে দেখা মিলত তার।

বৃহস্পতিবার ছিল গ্রেগ পেজের ৪৮তম জন্মদিন। খুশির এই দিনে গান গাইতে এসে আবারও অসুস্থ হয়ে পড়লেন তিনি।

Read previous post:
মিয়ানমার সফরে চীনের প্রেসিডেন্ট, রাখাইনে হবে সমুদ্রবন্দর

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : শুক্রবার দুই দিনের সফরে মিয়ানমার পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের...

Close

উপরে