Logo
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

মাদকের আখড়ায় র‌্যাবের অভিযান, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশের সময়: ১০:৩৭ পূর্বাহ্ণ - শুক্রবার | মে ১৮, ২০১৮

চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশনের পাশে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে এই ঘটনা ঘটে।

অভিযানে অংশ নেয়া র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটন্যান্ট কমান্ডার আশেকুর রহমান  জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল কলোনিতে গিয়েছিল র‌্যাব। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়।

গোলাগুলি থামার পর দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে দেখা যায়, তারা দুজনই মারা গেছেন।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদের একজনের বয়স ৫০ বছরের মতো, অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

নিহত একজনের হাতের পাশে একটি পিস্তল পড়ে থাকতে দেখা গেছে। অন্য জনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল।

স্থানীয়রা জানায়, এই এলাকায় মাদকসেবীরা নিয়মিত আখড়া বসাত। ঘটনাস্থলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যও পড়ে থাকতে দেখা গেছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
রাতে দিল্লির মুখোমুখি হবে চেন্নাই

আইপিএল দিল্লি ডেয়ারডেভিলস-চেন্নাই সুপার কিংস রাত ৮-৩০ মিনিট সরাসরি চ্যানেল নাইন ও স্টার স্পোর্টস ১ টেনিস ইতালিয়ান ওপেন বিকেল ৪টা...

Close

উপরে