Logo
বুধবার, ২২ আগস্ট, ২০১৮ | ৭ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ইন্টারনেটে ঝড় তুললেন সোনু নিগমের বোন টিশা! (ভিডিও)

প্রকাশের সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ - সোমবার | অক্টোবর ১৭, ২০১৬

14ভাই, ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে খ্যাতি তার দীর্ঘ পথ চলার ফসল! তবে বোনও যে কম যান না, তা সম্প্রতি প্রমাণিত হলো। আত্মপ্রকাশের পর থেকেই তাকে ঘিরে এখন উত্তাল নেট-দুনিয়া!

সোনু নিগমের বোন টিশা নিগম। ভাইয়ের খ্যাতি ধরেই হাঁটছেন তিনি। নিজেকে পরিচিত করে তোলার জন্য তৈরি করেছেন এক মিউজিক ভিডিও। হুবহু সোনু নিগমের ঘরানা মেনেই।

মনে হচ্ছে আশির দশকে সোনু নিগমের হিট হওয়া একটার পর একটা মিউজিক ভিডিওর কথা। যে ভিডিওগুলোর বেশির ভাগেই গায়ককে দেখা যেত ভাঙা প্রেমের স্মৃতিচারণে। সঙ্গে দেখা যেত সুন্দরীদের সঙ্গে আলতো শরীরী প্রেম।

ওই একই থিমে নিজের মিউজিক ভিডিও সাজিয়েছেন টিশা। ‘কাটনা নাই’ গানে শোনা যাচ্ছে তার দক্ষ গায়কি আর দেখা যাচ্ছে রক্তে ঢেউ তোলা রোমান্স-পর্ব। যে গানটি সোনু নিগমের অনুরোধে টিশার জন্য কম্পোজ করেছেন সাজ্জাদ আলি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
ফেসবুকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট হতে সাবধান থাকবেন

ফেসবুকের জনপ্রিয়তা যেমন দিনে দিন বেড়েই চলেছে। ঠিক তেমন ভাবেই বাড়ছে ফেসবুক স্ক্যামের সংখ্যাও। বহু প্রতারক এবং জালিয়াতি চক্র তাদের...

Close

উপরে