Logo
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

ছেড়া পোশাকে আনুষ্কা

প্রকাশের সময়: ১২:২২ অপরাহ্ণ - মঙ্গলবার | মে ১৫, ২০১৮

তৃতীয় মাত্রা :

একসঙ্গে দুটি সিনেমায় অভিনয় করছেন আনুশকা শর্মা। শাহরুখ খানের সঙ্গে ‘জিরো’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই ধাগা’। এ ছাড়া স্বামী বিরাট কোহলি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তা সত্ত্বেও ছেঁড়া পোশাকে ভাইরাল হলেন আনুশকা। এ জন্য তাকে রীতিমতো সমালোচনার শিকার হতে হলো নেট দুনিয়ায়।

এই মুহূর্তে ইনস্টাগ্রামে আনুশকার পোশাক নিয়ে চলছে চর্চা। তার নতুন পোশাক দেখে রীতিমতো আঁতকে উঠেছে নেটিজেনরা ৷ ছবিতে একটি টি-শার্ট ও জিন্স পরে আছেন আনুশকা। টি-শার্ট ঠিকঠাকই ছিল।

গোলমাল বাধিয়েছে তার ছেঁড়া জিন্স। পায়ের উরু এবং হাঁটুর অংশ এমনভাবে ছেঁড়া যে, ট্রোলের শিকার হলেন প্রযোজক ও নায়িকা।
শুধু তা-ই নয়, নায়িকাকে খোঁচা দিতেও ছাড়েননি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। কেউ প্রশ্ন তুলেছেন বিরাটের পারিশ্রমিকের ওপর। কেউ আবার নায়িকা হিসেবে আনুশকার পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তুলেছেন।

সমালোচনার মধ্যেই আনুশকার স্টাইল স্টেটমেন্টের প্রশংসাও করেছেন অনেকেই ৷ জানা গেছে, আজকাল তিনি জনপ্রিয় কমিকস চরিত্র ‘সুপ্পানদি’র ভীষণ ভক্ত হয়ে পড়েছেন। আর সেই চরিত্র থেকেই স্টাইলটি ধার করেছেন আনুশকা।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
কৃষের মুখোশ পরলেন ‘চিটাগাইঙ্গা’ শাকিব (ভিডিও)

তৃতীয় মাত্রা : বলিউডের জনপ্রিয় সুপারহিরো ‘কৃষ’-এর মুখোশ বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত। ওই মুখোশের মাধ্যমে পরিচয় গোপন রেখে শক্রুর বিরুদ্ধে...

Close

উপরে