Logo
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ

‘ আর নয় বিজ্ঞাপন, চাই এবার প্রজ্ঞাপন’

প্রকাশের সময়: ৫:১৭ অপরাহ্ণ - সোমবার | মে ১৪, ২০১৮

‘যত চাস রক্ত নে, কোটা থেকে মুক্তি দে’ ‘ আর নয় বিজ্ঞাপন, চাই এবার প্রজ্ঞাপন’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দ্রুত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১ টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের সামনে এসে মিলিত হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থান নেয়।
প্রায় ১ ঘন্টা রাস্তার পাশে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচী শেষ করে তারা। এসময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রক্টর সেখানে অবস্থান করে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
খুলনায় ৮১ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ: ইসি

খুলনা সিটি নির্বাচনে ৮১ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এসব কেন্দ্রে সুষ্ঠু...

Close

উপরে