Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০ | ৯ই আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে যুবদলের বিক্ষোভ

প্রকাশের সময়: ২:৩৫ অপরাহ্ণ - বুধবার | ডিসেম্বর ১১, ২০১৯

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কাফনের কাপড় পড়ে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল পল্টন থানার নেতাকর্মীরা।

আজ বুধবার সকাল ১১ টায় যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফকিরাপুল পানির টাঙ্কি থেকে শুরু হয়ে নয়াপল্টন ফকিরাপুল মোড়ে এসে শেষ হয়।
মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মিছিল শুরুর আগে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বলেন, বর্তমান সরকার গত দুবছর যাবত বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

মিছিলে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবদল পল্টন থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন, লিয়ন হক, তানিম আহমেদসহ প্রায় শতাধিক নেতাকর্মী ছিলেন।

Read previous post:
টিকটকে দেড় কোটির বেশি ভক্ত, দেহরক্ষী নিয়ে চলেন

তৃতীয় মাত্রা সাধারণত টিকটক ভিডিওর বিষয় হয় মজাদার বা ব্যঙ্গাত্মক। বন্ধ করা না হলে লুপে একনাগাড়ে চলতেই থাকে টিকটক ভিডিও।...

Close

উপরে