Logo
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

প্রকাশের সময়: ৮:৩৪ অপরাহ্ণ - বুধবার | ডিসেম্বর ৪, ২০১৯

তৃতীয় মাত্রা

চিলির উঞ্চরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২০ মাইল। ভূমিকম্পটি আরিকা শহর থেকে ২৩ মাইল পশ্চিম-দক্ষিণপশ্চিমে আঘাত হেনেছে।

২০১০ সালে চিলিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সে সময় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির আঘাতে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারায়।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে চিলিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত দুই দশকে চিলিতে ৭ মাত্রা বা তার বেশি ১৫টি ভূমিকম্প আঘাত হেনেছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে চিলিতে ৮ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে ১৫ ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। এতে ১৫ জনের মৃত্যু হয়। শক্তিশালী ওই ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৯০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আরও ৯ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।

Read previous post:
পেঁয়াজ পাহারায় কৃষাণ-কৃষাণী

তৃতীয় মাত্রা পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষাণ-কৃষাণীরা দিনের বেলায়ও লাঠি হাতে পেঁয়াজ পাহারা দিচ্ছেন। এ বছর রবি...

Close

উপরে