Logo
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ | ২রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

বিকিনি পরে ঝড় তুললেন এই তারকা-কন্যা

প্রকাশের সময়: ১২:৪৯ অপরাহ্ণ - সোমবার | এপ্রিল ২, ২০১৮

তৃতীয় মাত্রা :

 

উজ্জ্বল হলুদ রঙের বিকিনি পরে ইনস্টাগ্রামে একের পর পর ‘হট’ ছবি পোস্ট করে ফের শোরগোল ফেলে দিলেন আলান্না পাণ্ডে। চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডের কন্যা আলান্না কিন্তু এর আগেও একাধিকবার তার বোল্ড ফ্যাশন সেন্সের জন্য শিরোনামে উঠে এসেছেন। এখনও কোনও সিনেমায় অভিনয় না করেও এই স্টার-কিড স্রেফ খোলামেলা পোশাকের জন্য সকলের নজর কেড়ে নিয়েছেন।

আলান্না অবশ্য জাহ্নবী বা ইব্রাহিমের মতো ততটা পরিচিত স্টার-কিড নন। তবে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা কিন্তু অন্যদের পিছনে ফেলে দেবে। বর্তমানে লন্ডনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন আলান্না। বয়স ২২। তার ইনস্টাগ্রাম প্রোফাইল এমনটাই বলছে। আর সেই সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এস ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিংয়ের পুত্র যুডি জয়সিংয়ের সঙ্গে। এর আগে সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন দু’জনে। তারই ছবিও রয়েছে আলান্নার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
সঞ্জয় দত্তের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে সোনম কাপুর

তৃতীয় মাত্রা :   সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয়ের সাবেক প্রেমিকার চরিত্রে কে অভিনয় করবে সে নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল...

Close

উপরে