Logo
শনিবার, ০৬ জুন, ২০২০ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

শিরোনাম

লিটন হত্যা মামলায় সাবেক এমপিসহ ৭ জনের ফাঁসির আদেশ

প্রকাশের সময়: ১২:০৯ অপরাহ্ণ - বৃহস্পতিবার | নভেম্বর ২৮, ২০১৯

তৃতীয় মাত্রা

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের খানসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
মামলার অন্য আসামিরা হলেন কাদের খানের পিএস শামসুজ্জোহা, গাড়িচালক হান্নান, মেহেদী, শাহীন, চন্দন ও রানা।

উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ছিলেন ৮ জন, তার মধ্যে সুবল নামে এক আসামি মারা গেছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

Read previous post:
দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ শুরু

তৃতীয় মাত্রা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দেড় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ শুরু...

Close

উপরে