Logo
শনিবার, ১৫ আগস্ট, ২০২০ | ৩১শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

শিরোনাম

ঢাকায় আসছেন বান কি মুন

প্রকাশের সময়: ৮:২০ অপরাহ্ণ - বৃহস্পতিবার | নভেম্বর ২১, ২০১৯

তৃতীয় মাত্রা

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় আসছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে শুক্রবার ঢাকায় আসছেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বান কি মুন ঢাকায় আসবেন। শনিবার তিনি আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নেবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।

বান কি মু এর আগে চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এছাড়া ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।

Read previous post:
বিশ্বসুন্দরী হতে দেশ ছাড়লেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তোরসা

তৃতীয় মাত্রা ফারহা নানজীবা তোরসা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’- এর চ্যাম্পিয়ন। নিয়ম অনুযায়ী তিনিই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল পর্বে লড়াই করবেন বাংলাদেশের...

Close

উপরে