Logo
রবিবার, ১২ জুলাই, ২০২০ | ২৮শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

রবিবার থেকে ডিএনসিসির মশক নিধন অভিযান

প্রকাশের সময়: ৪:৫৮ অপরাহ্ণ - বৃহস্পতিবার | নভেম্বর ২১, ২০১৯

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, কিউলেক্স মশা নিধনে রবিবার থেকে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।
এসময় মেয়র বলেন, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ৫৪০টি জায়গাকে শনাক্ত করে টানা ১০ দিন এ অভিযান চলবে। এ অভিযানের মধ্যে শুক্র-শনিবার থাকলেও সেদিন কারো বন্ধ থাকবে না।

তিনি আরও বলেন, এ অভিযানের অংশ হিসেবে ৬২০টি হটস্পট নির্ধারণ করা হয়েছে। এ ৬২০টি হটস্পটে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।

আতিকুল ইসলাম বলেন, এ অভিযানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এজন্য প্রথমবারের মতো ২০টি মিক্স ব্লোয়ার এনেছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মশা নিধন করা হবে। উত্তর সিটি করপোরেশনের সব ডিপার্টমেন্ট একত্রে কাজটি করবে।

Read previous post:
দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন মওদুদ

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমার চোখের সামনে এখনও ৭৪ (দুর্ভিক্ষ) সাল...

Close

উপরে