Logo
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২০ | ২৫শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ৮ ডিসেম্বর

প্রকাশের সময়: ৯:৫৯ অপরাহ্ণ - সোমবার | নভেম্বর ১১, ২০১৯

তৃতীয় মাত্রা

৭ নভেম্বর ২০১৭ ও ২০১৮ সালের সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর এ অনুষ্ঠান হবে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, চলচ্চিত্র বিষয়ক জাতীয় এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৮ ডিসেম্বর সময় দিয়েছেন।

জানা যায়, পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুই বছরের ২৮টি শাখায় ৬৪ জনকে পুরস্কৃত করা হবে। ২০১৭ সালের জন্য আজীবন সম্মাননায় ভূষিত বর্ষীয়ান অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা এবং ২০১৮ সালের জন্য পাচ্ছেন অভিনেতা প্রবীর মিত্র ও এমএ আলমগীর।

দুই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ (২০১৭) ও ‘পুত্র’ (২০১৮)। শ্রেষ্ঠ অভিনেতা যৌথভাবে শাকিব খান- সত্তা (২০১৭) ও আরেফিন শুভ- ঢাকা অ্যাটাক (২০১৭)। অন্য বছরের শ্রেষ্ঠ অভিনেতা ফেরদৌস-পুত্র (২০১৮) ও সাইমন- জান্নাত (২০১৮)।

২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা (হালদা) ও ২০১৮ সালের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান (দেবী)।

Read previous post:
শীতে সুস্থ থাকতে যা করবেন

তৃতীয় মাত্রা শীত আসছে। ঋতু পরিবর্তনের ফলে স্বাস্থ্য সমস্যার প্রবণতা প্রবলভাবে দেখা দেয়। শীতের সময়ে শরীরের নিতে হয় বাড়তি যত্ন।...

Close

উপরে