Logo
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০ | ১৮ই আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

সমুদ্রে মানুষের সঙ্গে বল খেলল তিমি (ভিডিও)

প্রকাশের সময়: ৬:৪৩ অপরাহ্ণ - শনিবার | নভেম্বর ৯, ২০১৯

 

তৃতীয় মাত্রা :

জাহাজে থাকা মানুষের সঙ্গে পানিতে থাকা তিমির বল খেলার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, জাহাজ থেকে রাগবি বল ছুড়ে দেওয়া হচ্ছে সমুদ্রের মধ্যে। সাঁতার কেটে সেই বল মুখে করে তুলে নিয়ে আসছে একটি বেলুগা তিমি।

এভাবে বেশ কয়েকবার ছুড়ে দেওয়া বল তুলে নিয়ে আসে তিমিটি। মানুষের সঙ্গে জলজ প্রাণীর এরকম ‘খেলা’ দেখে মজেছেন নেটিজেনরাও। এক কোটি ৪৫ লাখরও বেশিবার দেখে হয়েছে সেই ভিডিও।

জানা গেছে, ভিডিওটি ধারণ করা হয়েছে উত্তর মেরুর কাছে। তিমি বিশেষজ্ঞদের মতে, বেলুগা তিমি খুবই সামাজিক প্রাণী। শিষ দেওয়ার মতো বিভিন্ন রকম আওয়াজ করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে।

 

Read previous post:
ক্রিকেটে নিষিদ্ধ তাতে কী?

  তৃতীয় মাত্রা : অল-রাউন্ডার বলে কথা। সেটাও আবার ক্রিকেট বিশ্বের এক নম্বর। তার তো সবই পারার কথা। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি...

Close

উপরে