Logo
শুক্রবার, ০৩ জুলাই, ২০২০ | ১৯শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

যে ৯ জেলাকে দেয়া হলো ১০ নম্বর মহাবিপদ সংকেত

প্রকাশের সময়: ৯:৫৪ পূর্বাহ্ণ - শনিবার | নভেম্বর ৯, ২০১৯

তৃতীয় মাত্রা

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে আবহাওয়াবিদ মো. রুহল কুদ্দুস এ তথ্য জানান।

উপকূলীয় জেলা- খুলনা, বরিশাল, ঝালকাঠি, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

রুহল কুদ্দুস আরো জানান, বুলবুলের কারণে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস এই জেলাগুলোতে আঘাত করতে পারে। ধারণা করা হচ্ছে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে বা পরে ঝড়টি ১৫০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় বুলবুল শুক্রবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

Read previous post:
‘ঘূর্ণিঝড় বুলবুল’ মোকাবেলায় প্রস্তুত ২২৮ আশ্রয়কেন্দ্র

তৃতীয় মাত্রা দেড়শ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। পিরোজপুরসহ উপকূলবর্তী বেশ কিছু জেলায় ১০ নম্বর বিপদ সঙ্কেত জারি করা...

Close

উপরে