Logo
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২০ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের সময়: ৩:০২ অপরাহ্ণ - শুক্রবার | নভেম্বর ৮, ২০১৯

ফাইল ছবি

তৃতীয় মাত্রা 

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের নাম সুমন হোসেন (২৫)। তিনি শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শুক্রবার ভোররাতে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।
শ্যামকুড় ইউনিয়নের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, রবিবার ভোররাতে কয়েকজন বাংলাদেশি ভারতে গরু আনতে যায়। গরু আনার সময় ভারতের লড়াইঘাট বিওপির বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এসময় তাদের গুলিতে সুমন নিহত হন।

বিজিবি ৫৮ ব্যাট্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, অসমর্থিত সূত্রে বিষয়টি জানতে পেরেছি। লাশ বর্তমানে পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিহত সুমন একজন গরু চোরাকারবারী বলেও জানান তিনি।

Read previous post:
‘আওয়ামী লীগে যারা এসেছেন সবাই অনুপ্রবেশকারী নন’

ফাইল ছবি তৃতীয় মাত্রা  ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্টিতে যারা...

Close

উপরে