Logo
রবিবার, ০৭ জুন, ২০২০ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

নবনীতা দেবসেন আর নেই

প্রকাশের সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ - শুক্রবার | নভেম্বর ৮, ২০১৯

তৃতীয় মাত্রা 

ডেস্ক রিপোর্ট : ৮১ বছর বয়সে চলে গেলেন ভারতের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও প্রাবন্ধিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ভারতীয় জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার জানায়, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন নবনীতা। তার মাঝেও নিয়মিত লেখালেখি করে গেছেন তিনি। আগামীকাল শুক্রবার হবে তার শেষকৃত্য।

পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমিসহ অসংখ্য পুরস্কারজয়ী নবনীতার জন্ম কলকাতায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয় ১৯৫৯ সালে। তাদের দুই মেয়ে অন্তরা দেব সেন এবং নন্দনা সেন। ১৯৭৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান তিনি। শিক্ষাবিদ নবনীতা অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Read previous post:
ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’, তীরে ভিড়ছে সব নৌযান

তৃতীয় মাত্রা  ডেস্ক রিপোর্ট : উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সাগর উত্তাল...

Close

উপরে