Logo
সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

বাংলাদেশে খোকার মরদেহ পরিবহনের অনুমতি দেয়া হবে : কনসাল জেনারেল

প্রকাশের সময়: ৪:৪৫ অপরাহ্ণ - সোমবার | নভেম্বর ৪, ২০১৯

তৃতীয় মাত্রা 

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বাংলাদেশে পরিবহনের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা।

তিনি বলেন, সাদেক হোসেন খোকার মরদেহের সঙ্গে তার স্ত্রীকেও ট্র্যাভেল ডকুমেন্ট দেয়া হবে। এ নিয়ে কোন সমস্যা হবে না।

নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় আজ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে (নিউইয়র্কের স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

Read previous post:
আমাকে যারা ব্যবহার করেছে এখন কেউ পাশে নেই : জি কে শামীম

তৃতীয় মাত্রা যুবলীগের প্রভাবশালী নেতা ও টেন্ডার কিং জি কে শামীমের জিজ্ঞাসাবাদ চলছে দুদকে। সোমবার সকালে তাকে দুদক কার্যালয়ে আনা...

Close

উপরে