Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ | ১৩ই কার্তিক, ১৪২৭ বঙ্গাব্দ

কাশ্মীরে মোবাইল সেবা চালু, বন্ধই থাকছে ইন্টারনেট

প্রকাশের সময়: ৩:০০ অপরাহ্ণ - সোমবার | অক্টোবর ১৪, ২০১৯

তৃতীয় মাত্রা

প্রায় ৭২ দিন পর পোস্টপেইড মোবাইল সেবা চালু হচ্ছে কাশ্মীরে। সেখানকার মোবাইলের সব নেটওয়ার্ক পুনরায় চালু করে দিচ্ছে প্রশাসন।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। তারপর থেকেই সেখানকার মোবাইল, ল্যান্ডফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।
সোমবার দুপুর থেকে ৪০ লাখ পোস্টপেইড মোবাইল সেবা চালু করবে কর্তৃপক্ষ। তবে ইন্টারনেট সেবা এখনও বন্ধই থাকছে।

কাশ্মীরে মূলত বিত্তশালী এবং ব্যবসায়ীদের হাতেই পোস্টপেইড মোবাইল রয়েছে। ফলে এই ঘোষণায় সাধারণ নাগরিকদের কতটা উপকার হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়ার ওপর সেখান থেকে পর্যটকদেরও চলে যেতে বলা হয়। এরপর কয়েক মাস ধরেই কাশ্মীরে পর্যটক চলাচলেও নিষেধাজ্ঞা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার পর্যটকদের জন্যও খুলে দেয়া হয়েছে ভূস্বর্গ।

এছাড়া গত মাসেই ল্যান্ডলাইন সংযোগ চালু করে দেয় প্রশাসন। এবার মোবাইল সেবা পুনরায় চালু করে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

Read previous post:
সড়ক দুর্ঘটনায় ৪ ভারতীয় খেলোয়াড়ের মৃত্যু

তৃতীয় মাত্রা  ডেস্ক রিপোর্ট : গাড়িতে চেপে যাচ্ছিলেন গুরুত্বপূর্ণ ধ্যান চাঁদ ট্রফিতে খেলতে। কিন্তু মাঝপথেই ধরতে হয়েছে না ফেরার দেশের পথ।...

Close

উপরে