Logo
বুধবার, ০৩ জুন, ২০২০ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ

দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিক আটক

প্রকাশের সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ - শুক্রবার | সেপ্টেম্বর ২০, ২০১৯

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের টেকনাফের অদূরে সেন্ট মার্টিন্সের গভীর সমুদ্রে দুই লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার দিকে দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্রে মাছ ধরার ট্রলারসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন দইলা (২০), রবি আলম (১৭), আলম ( ২৫), শফিকুল (১৮), নুর (১৮), নুর আলম (৩০), আলী আজমদ (২০) ও নুরুল আমীন (৩৫)। তারা মিয়ানমারের আকিয়াব জেলার বাসিন্দা।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম সোহেল রানা বলেন, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কোস্ট গার্ডের একটি দল সেন্ট মার্টিন্সের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালায়। এ সময় একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। আর ট্রলারে থাকা মিয়ানমারের আট নাগরিককে আটক করা হয়েছে। ইয়াবার চালানটি সম্পর্কে আটক আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্টেশন কমান্ডার আরো বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্তক অবস্থানের কারণে ইয়াবা কারবাররা সাগরপথকে নিরাপদ রুট হিসবে বেছে নিচ্ছে। আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Read previous post:
কমেনি পেঁয়াজের দাম, সবজিও চড়া

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : শীতের আগাম সবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলার সরবরাহ বাড়লেও রাজধানীর বাজারে চড়া দামেই বিক্রি হচ্ছে...

Close

উপরে