দুলালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বনভোজন
তৃতীয় মাত্রা
ইলিয়াছ হায়দার, শিবপুর (নরসিংদী) প্রতিনিধি : দুলালপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে ১১ সেপ্টেম্বর বুধবার একটি র্পাকে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুনজুর এলাহী বলেন, শত বাধা আসলেও দলের স্বার্থে আমাদের এক সংঙ্গে মিলে মিশে কাজ করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার ও সাধারন সম্পাদক আবু ছালেক রিকারদার, শিবপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন।
এতে উপস্থিত ছিলেন, কৃষক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, যুবদলের আহবায়ক ও সদস্য সচিব মোজাম্মেল হক মোল্লা, নূরে আলম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন মামুন, জাসাসের সাধারন সম্পাদক ইলিয়াছ হায়দার, ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, শ্রমিক দলের সাধারন সম্পাদক বাবুল মোল্লা।
দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন ফরায়েজী সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন নাজির।