Logo
শনিবার, ১৫ আগস্ট, ২০২০ | ৩১শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ

শিরোনাম

বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ভ্যান চালক আটক

প্রকাশের সময়: ৭:০৪ অপরাহ্ণ - মঙ্গলবার | সেপ্টেম্বর ১০, ২০১৯
সংগৃহীত ছবি

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া চার শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জয়নাল আবেদীন (৫২) নামের এক ভ্যান চালককে পুলিশ আটক করেছে। মঙ্গলবার সকাল ৯টায় মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

থানা পুলিশ জানায়, গোপালপুর খাদুলী গ্রামের জয়নাল আবেদীন পেশায় একজন ভ্যানচালক। সে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) ৮ বছর বয়সি প্রতিবেশি দুই নাতনিকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাদের খেলার ছলে ধর্ষণের চেষ্টা চালায়। ওই দুই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় জয়নাল আবেদীন ৬ বছর বয়সি আরো দুই শিশুকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। ওই দুই শিশু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সম্পর্কে জয়নাল আবেদীনের প্রতিবেশী ভাগ্নি। নিজের ঘরে খেলার ছলে ওই দুই শিশুকেও ধর্ষণের চেষ্টা করে জয়নাল। তার পাশবিক নির্যাতনে শিশুরা অসুস্থ হলে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। এক পর্যায়ে তারা শিশুদের সাথে কথা বলে জয়নাল আবেদীনের ধর্ষণ চেষ্টার ঘটনা জানতে পারেন।

এ ঘটনার সূত্র ধরে শুক্রবারে তার পাশবিক নির্যাতনের শিকার আরো দুই শিশুর ঘটনাও প্রকাশ পায়। পরে এ ঘটনায় অভিভাবকরা ধুনট থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টায় মথুরাপুর বাজার এলাকা থেকে পুলিশ জয়নাল আবেদীনকে আটক করেছে।

নির্যাতনের শিকার শিশুদের অভিভাবকগণ অভিযোগ করেন, জয়নাল আবেদীন ফাঁকা বাড়িতে শিশুদের ফুঁসলিয়ে নিয়ে যায়। সেখানে খেলার ছলে শিশুদের ধর্ষণের চেষ্টা করেছে।

বগুড়ার ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাল হোসেন জানান প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া চার শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে ভ্যান চালক জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগ স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Read previous post:
সাংবাদিক খাশোগি হত্যার বিভৎস বিবরণ প্রকাশ

তৃতীয় মাত্রা সাংবাদিক জামাল খাশোগি, যাকে তুরস্কে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয় ২০১৮ সালের ২ অক্টোবর। প্রথমে সৌদি...

Close

উপরে