গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত
তৃতীয় মাত্রা
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৪৫) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাটে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহত জামাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামের ফুল মিয়ার ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফা কামাল পাশা জানান, এসএ ট্রাভেলস এর একটি যাত্রীবাস বাস চট্টগ্রাম থেকে মংলা যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাশিয়ানী থেকে ফুরিদপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক জামাল নিহত হন। এতে মাইক্রোবাসে থাকা আরো তিনজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
মারাত্মক আহত তিনজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত জামাল হোসেনর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।