Logo
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ১৩ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

হঠাৎ বজ্রপাতে নিহত ৪, আহত শতাধিক

প্রকাশের সময়: ১:০২ অপরাহ্ণ - শুক্রবার | আগস্ট ২৩, ২০১৯

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : দিনের শুরুটা ভালোই ছিল। আবহাওয়া দেখে বোঝার উপায় ছিল না যে এমন কিছু হতে পারে। বেশ রৌদ্রোজ্জ্বল থাকার পরেও হঠাৎ করেই বজ্রপাত আঘাত হানে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক মানুষ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পোল্যান্ডের দক্ষিণে অবস্থিত জিয়েওন্ট পাহাড়ের চূড়ায় একদল পর্বতারোহী ওঠার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মাতেউস মোরাইকি বলেন, হঠাৎ করে এমন পরিস্থিতি হতে পারে এমনটা কেউ আশাই করেনি। মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি বিবেচনা করি তবে এটা আগে থেকে ধারণা করা আমাদের জন্য একেবারেই অসম্ভব ঘটনা।

ওই পাহাড়ি এলাকার আরও কিছু অংশেও হতাহতের খবর পাওয়া গেছে। সেখানে চারটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে।

Read previous post:
পুড়ে ছাই হয়ে যাচ্ছে ‘পৃথিবীর ফুসফুস’

সংগৃহীত ছবি তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : পৃথিবীতে যতটুকু অক্সিজেন আছে তার ২০ শতাংশ আসে আমাজন বন থেকে। প্রতিবছর ২০০...

Close

উপরে