Logo
সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ১২ই ফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন অভিনেতা আতাউর রহমান

প্রকাশের সময়: ৪:১৮ অপরাহ্ণ - শনিবার | আগস্ট ১৭, ২০১৯

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে আতাউর রহমান একইসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও আছেন।
আতাউর রহমানের জন্ম ১৮ জুন ১৯৪১ সালে, নোয়াখালীতে। স্কুলজীবনেই সাংস্কৃতিক অঙ্গনে পা রাখেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটীর পূজা’ নাটক দেখে তার মঞ্চপাঠ শুরু। মঞ্চ নাটকের নির্দেশনার পাশাপাশি আতাউর রহমান অভিনয়ও করছেন সমানতালে। রেডিও, টেলিভিশনেও রয়েছে তার সদর্প উপস্থিতি। ২০০১ সালে নাট্যক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পান তিনি।

 

Read previous post:
ত্বকের খুঁত মুছে দেবে নারকেল তেল

  তৃতীয় মাত্রা যদি আমাদের মায়েদের কথাই তুলি, তাহলে বলতে হয় তারা প্রসাধনী ব্যবহারের চেয়ে ত্বকের যত্নের প্রতিই বিশেষ নজর...

Close

উপরে