Logo
সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯ | ২৫শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

খালার বাড়ি যাওয়ার পথে ভিপি নুরের ওপর হামলা

প্রকাশের সময়: ৪:৪৭ অপরাহ্ণ - বুধবার | আগস্ট ১৪, ২০১৯

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে গলাচিপা উপজেলার সংযোগ সেতু উলানিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। এতে নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এ সময় নুরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

নুরুল হক নুরের খালাতো ভাই মোহাম্মদ উল্লাহ মধু জানান, গলাচিপা থেকে মোটরসাইকেলে দশমিনায় তাদের বাড়ি যাওয়ার পথে উলানিয়া ব্রিজের কাছে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। এ হামলায় নুরের সঙ্গে থাকা আরও অন্তত ২৫ জন আহত হন। বর্তমানে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।

গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Read previous post:
২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ১৮৮০

তৃতীয় মাত্রা : সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ঢাকায় ৭৫৫...

Close

উপরে