ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজছাত্রের মৃত্যু
তৃতীয় মাত্রা
পাবনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোসাব্বির হোসেন মাহফুজ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাহফুজ সদর উপজেলার বালিয়াহালট এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
মাহফুজের মামা নাহিদ হোসেন জানান, ঈদের ছুটিতে অসুস্থ অবস্থায় গত বৃহস্পতিবার মাহফুজ বাড়ি আসেন। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার সঙ্গে সঙ্গে মাহফুজকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ঢাকা থেকেই আক্রান্ত হয়ে আসা এ রোগী হাসপাতালে ভর্তি হতেই দেরি করেছে। তার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না।