Logo
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

মুক্তির আগেই আয় ৩২০ কোটি রূপি!

প্রকাশের সময়: ১২:৫৩ অপরাহ্ণ - বুধবার | আগস্ট ১৪, ২০১৯

তৃতীয় মাত্রা :

এখনো মুক্তিই পায়নি ‘সাহো’ ছবিটি। তার আগেই স্যাটেলাইট স্বত্ব বিক্রি থেকে ভারতের বহুল আলোচিত এ ছবিটির আয় হয়েছে ৩২০ কোটি রূপি। সম্প্রতি ছবির অভিনেতা প্রভাস বলেছেন, ‘সাহো’র নির্মাণে খরচ হয়েছে ৩৫০ কোটি রূপি। সে খরচের অর্থ মুক্তির আগেই প্রায় উঠে এসেছে।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে স্বত্ব বিক্রি বাকি রয়েছে সাহো’র। সেখান থেকেও আয় আসবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

ছবিটিকে এ যাবৎকালে নির্মিত ভারতের অন্যতম বড় অ্যাকশন ছবি হিসেবে ভাবা হচ্ছে। সুজিত পরিচালিত এ স্পাই থ্রিলারে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা শ্রদ্ধা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশ পায়। সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর বিশাল বাজেট আলোচনায় চলে আসে। এর আগে শুধু আবুধাবিতে এ ছবির ধারণকৃত একটি অ্যাকশন দৃশ্যের জন্য ৮০ কোটি রূপি খরচ হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছিল।

এবার ছবিটি মুক্তির আগেই আয়ের খবর প্রকাশ পেল। আগামী ৩০ অগাস্ট মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

Read previous post:
ঈদের ছুটি শেষ, খুলেছে অফিস

তৃতীয় মাত্রা ঈদের ছুটি শেষে আজ বুধবার খুলেছে সরকারি অফিস। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেক কম। অনেকে সকালে হাজিরা দিয়েই চলে...

Close

উপরে