Logo
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩০শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

ঈদের নাটকে নায়লা নাঈম

প্রকাশের সময়: ১০:২৩ পূর্বাহ্ণ - বুধবার | আগস্ট ১৪, ২০১৯

তৃতীয় মাত্রা :

পূর্ণ নাটকে কখনও অভিনয় করেননি নায়লা নাঈম। তবে বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, চলচ্চিত্রের আইটেম গান ও মঞ্চ পরিবেশনায় বরাবরসই সরব তিনি। যদিও এর আগে  ২০১৩ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ঘাট বাবু অবলম্বনে ঘাট বাবু নিতাই চন্দ্র শিরোনামের নাটকে অভিনয় করেছিলেন। সেখানেও ছোট একটি চরিত্রে। এবার ঈদের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

নাটকের নাম ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’। নায়লা নাঈম জানালেন এই নাটকের মাধ্যমে নাটকে পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেছেন। নায়লা নাঈম বলেন, আগে নাটকে টুকটাক কাজ করলেও পূর্ণাঙ্গ চরিত্রে কখনোই অভিনয় করা হয়ে ওঠেনি। কারণ অভিনয়ের ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা আমার নেই। অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে বেশ ভয় লাগে। তবে এবার সাহস করে সম্পূর্ণ একটি নাটকে অভিনয় করে ফেললাম। নাটকের গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। এছাড়া আমার চরিত্রটিও অন্য রকম মনে হয়েছে।’

নাটকটিতে অভিনেতা এলেন শুভ্রর ড্যাশিং গার্লফ্রেন্ড নায়লা। আসাদুজ্জামান সোহাগের চিত্রনাট্যে কে এম নাঈম পরিচালনা করেছেন। ঈদের আগে রাজধানীর উত্তরায় ড্যাশিং গার্লফ্রেন্ড নাটকের শুটিং হয়।

ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে নাটকটি এস এটিভিতে প্রচার হবে।

 

Read previous post:
রাবেয়া-রোকেয়াকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

তৃতীয় মাত্রা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকেয়াকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক। মঙ্গলবার (১৩...

Close

উপরে