Logo
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩০শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

মিঠুনের ছোট ছেলে ‍এবার বড় পর্দায়

প্রকাশের সময়: ১০:১৮ পূর্বাহ্ণ - বুধবার | আগস্ট ১৪, ২০১৯

তৃতীয় মাত্রা :

মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমোর বলিউড অভিষেক হয়েছিল ১১ বছর আগে। এবার বড় পর্দায় দেখা যাবে এ সুপারস্টারের ছোট ছেলে নমশীকেও। ২০০৮ সালে ‘জিমি’ ছবিতে বলিউড অভিষেক হয়েছিল মহাক্ষয়ের। এবার তার ভাই নমশীকেও দেখা যাবে রুপালি পর্দায়। ছবির নাম ‘ব্যাড বয়’। নমশীর বিপরীতে এতে দেখা যাবে, প্রযোজক সাজিদ কুরেশির মেয়ে আমরিনকে। এই ছবি পরিচালনা করছেন পরিচালক রাজকুমার সন্তোষি। অতীতে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’, ‘আজব প্রেম কি গজব কাহানি’র মতো ছবি বানিয়েছেন রাজকুমার।

‘ব্যাড বয়’-ও সেই ধরনের রোমান্টিক কমেডি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ছবির শুটিং। ৬০ দিনেই শেষ হয়েছে এ শুটিং। বেঙ্গালুরু ও মুম্বইতেই বেশিরভাগ শুটিং হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক সাজিদ কুরেশি। যদিও ‘ব্যাড বয়’ ছবির গানগুলোর শুটিং হবে বিদেশে।

Read previous post:
উজবেকিস্তানি শিল্পীর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতের ভিডিও ভাইরাল

তৃতীয় মাত্রা : বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর। তিনি শুধু বাংলার নন, তিনি বিশ্বের কবি। একথা যে সত্য, তার উদাহরণ মিলল...

Close

উপরে