Logo
মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ | ২৮শে কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩০৭

প্রকাশের সময়: ৬:৩৬ অপরাহ্ণ - মঙ্গলবার | আগস্ট ১৩, ২০১৯

তৃতীয় মাত্রা

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। আক্রান্তদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নতুন চারজনসহ ৩৭ জন ও সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

আক্রান্তদের মধ্যে ২৫৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, গত ২৩ দিনে জেলায় মোট ৩০৭ জন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন। দুই তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে। হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

তিনি আরও জানান, ডেঙ্গু সচেতনতায় সিভিল সার্জন কার্যালয় থেকে প্রচার প্রচারণা ও ব্যানার টানানো হচ্ছে। পাশাপাশি চলছে মিছিল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কর্মসূচি দেয়া হয়েছে।

Read previous post:
রংপুরে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত

তৃতীয় মাত্রা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। তারা রংপুর মেডিকেল কলেজ...

Close

উপরে