Logo
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ | ৬ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে হাতিরঝিলে উপচেপড়া ভিড়

প্রকাশের সময়: ১২:৪৩ অপরাহ্ণ - মঙ্গলবার | আগস্ট ১৩, ২০১৯

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

ঈদের ছুটিতে যারা রাজধানীতে রয়েছেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে বেরিয়েছেন। তাঁদের মধ্যে বেশ বড় একটি অংশ ভিড় করেছেন রাজধানীর হাতিরঝিলে।

আজ মঙ্গলবার সকাল থেকেই হাতিরঝিলে আনন্দে মেতে ওঠেন অনেকেই।

গতকাল ঈদের দিন পশু কোরবানিকে কেন্দ্র করে ব্যস্ত ছিল রাজধানীবাসী। এরপর সন্ধ্যার পর থেকেই অনেকে ভিড় করেন হাতিরঝিলে। আজ সকালে এ ভিড় আরো বেড়েছে।

পরিবারের ছোট শিশুদের নিয়ে অনেকেই হাতিরঝিলে বেড়াতে এসেছেন। বিনোদনকেন্দ্র হিসেবে হাতিরঝিলে তেমন কোনো ব্যবস্থা না থাকলেও ওয়াটার বাস অনেককে আকর্ষণ করে। এছাড়া হাতিরঝিলে স্থাপিত রেস্টুরেন্টগুলোতেও ভিড় জমিয়েছেন অনেকেই।

হাতিরঝিলে বেড়াতে এসে শিশুরা ঈদ আনন্দে মেতে উঠেছে।

Read previous post:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈদের দিন শিশুর মৃত্যু

তৃতীয় মাত্রা সাভারে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঈশিতা নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈশিতার বাবা এরশাদ মোল্লা...

Close

উপরে