Logo
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ | ২রা পৌষ, ১৪২৬ বঙ্গাব্দ

জাতীয় শোক দিবস পালনে ১৪ দলের কর্মসূচি গ্রহণ

প্রকাশের সময়: ৮:০৫ অপরাহ্ণ - শনিবার | আগস্ট ১০, ২০১৯

তৃতীয় মাত্রা

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৫ আগস্ট সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন জোটের নেতারা। পরে সকাল ১০টায় বনানী কবরস্থানে শাহাদত বরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও জাতীয় তিন নেতারা কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

আগামী ২৫ আগস্ট বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৪ দলের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্¿ণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জোট ঘোষিত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

Read previous post:
ডেঙ্গু মোকাবেলায় ঈদের দিন আমরাও অফিস করব: স্বাস্থ্যমন্ত্রী

তৃতীয় মাত্রা ডেঙ্গু মোকাবেলায় ঈদের ছুটিতে দেশের প্রতিটি হাসপাতাল ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা সচল থাকবে এবং কোন ডাক্তার বা...

Close

উপরে