Logo
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯ | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ

গর্ভাবস্থায় ত্বকে চুলকানি কেন হয়?

প্রকাশের সময়: ৪:২৮ অপরাহ্ণ - বৃহস্পতিবার | আগস্ট ৮, ২০১৯

তৃতীয় মাত্রা

ডেস্ক রিপোর্ট : গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন অংশে চুলকানি হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। পেটের চামড়ায় টান পড়ে চুলকানি হয়। হালকা চুলকানি স্বাভাবিক বিষয় হলেও যদি তা মাত্রাতিরিক্ত হয়ে যায় তবে চিন্তার কারণ আছে। আপনি যখন মা হতে চলেছেন, সেই সময় অসহ্য চুলকানি হলে মোটেও তা অবহেলা করবেন না।

গর্ভাবস্থায় মাত্রাতিরিক্ত চুলকানি আসলে একটা অসুখ চিকিৎসকরা এমনটাই বলেন। এর নাম ইনট্রাহেপাটিক কোলেস্টাসিস অফ প্রেগন্যান্সি বা আইসিপি। লিভারের সমস্যা থেকেই আইসিপি হতে পারে। আইসিপি-র কারণে গর্ভবতী নারীর বিশেষ কোনো শারীরিক ক্ষতি না হলেও তার গর্ভের সন্তানের বড় বিপদ হতে পারে। তাই গর্ভাবস্থায় অতিরিক্ত চুলকানি হলে অবশ্যই ডাক্তার দেখান।

আইসিপি-র চিকিৎসা না হলে নির্দিষ্ট সময়ের আগেই সন্তানের জন্ম হয়ে যেতে পারে। বিশেষ করে রাতের বেলা এর প্রকোপ বাড়ে। চুলকানির সঙ্গে খিদে কমে যাওয়া, ক্লান্তি, ত্বক হলদেটে হয়ে যাওয়াও আইসিপির চিহ্ন।

 

Read previous post:
বাংলাদেশের নতুন কোচ মাইক হেসন!

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : বছরখানেক আগে পরিবারকে সময় দেওয়ার জন্য পদত্যাগ করেছিলেন মাইক হেসন। এক বছরের বিরতির পরই আবার...

Close

উপরে