Logo
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ | ৬ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় সড়কে প্রাণ হারালেন বাংলাদেশি

প্রকাশের সময়: ১১:২৪ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | জুলাই ১৮, ২০১৯

তৃতীয় মাত্রা

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম (৩৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নিহত মাহবুব নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার সকালে জানাজার নামাজ শেষে উপজেলার ধামানিয়াপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। মাহবুব আলমের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আবদুল আলিম জানান, ২০১৮ সালের জুন মাসে মাহবুব জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী ও আট বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।

বুধবার রাতে তাকে মালয়েশিয়া থেকে নিজ বাড়িতে আনা হলে স্ত্রী-সন্তান ও বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে গ্রামে শোকাবহ পরিবেশ নেমে আসে।

 

Read previous post:
ভারী বর্ষণের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

তৃতীয় মাত্রা ডেস্ক রিপোর্ট : আগামী দু’একদিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকলেও ২৬ জুলাই থেকে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী...

Close

উপরে