Logo
শনিবার, ১১ জুলাই, ২০২০ | ২৭শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

জিপিএ-৫ সাড়ে ৪৭ হাজার

প্রকাশের সময়: ১২:২৩ অপরাহ্ণ - বুধবার | জুলাই ১৭, ২০১৯

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। ২০১৯ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সারা দেশে পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এ বছর ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবছর সংখ্যা ছিল ২৯ হাজার ২৬২ জন।

এ বছর ৮টি সাধারণ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী।

বুধবার (১৭ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ফলের কিছু তথ্য তুলে ধরেন তিনি।

২০১৬ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিকে এ পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। ২০১৭ খ্রিষ্টাব্দে পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ২৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। সব বোর্ড মিলিয়ে পাসের হার ৭৩ দশমিক ৯৩শতাংশ।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেয় ১১ লাখ ২৬ হাজার ১২৬ শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ২৪ হাজার ৩২০ জন ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩। বিদেশের কেন্দ্র থেকে ২৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

Read previous post:
ফিলিফাইনের বিরুদ্ধে বিশাল জয় পেলো বাংলাদেশ হকি দল

তৃতীয় মাত্রা : রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত ইনডোর এশিয়া হকি কাপে অংশ নিয়েছিলো বাংলাদেশ দল। সেই টুর্নামেন্টে শুরুটা একদমেই ভালো...

Close

উপরে