Logo
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ | ৬ই মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

আলিমে পাস ৮৮ দশমিক ৫৬ শতাংশ

প্রকাশের সময়: ১২:১২ অপরাহ্ণ - বুধবার | জুলাই ১৭, ২০১৯

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় এ বছর পাসের হার ৮৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এবছর মাদরাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী। এ বছর পাসের হার বেড়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলন করে ফলের কিছু তথ্য তুলে ধরেন তিনি।

মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ বছর আলিম পরীক্ষায় ৮৮ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ১৩৮ জন এবং ছাত্রী ৩৯ হাজার ৩১৩ জন।

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। সব বোর্ড মিলিয়ে পাসের হার ৭৩ দশমিক ৯৩শতাংশ।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে অংশ নেয় ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩। বিদেশের কেন্দ্র থেকে ২৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

Read previous post:
ভাইয়ের মৃত্যুর কথা গোপন রেখেই বিশ্বকাপ জয় আর্চারের

তৃতীয় মাত্রা : ব্যক্তিগত শোকের কথা কাউকে জানাননি জোফরা আর্চার। ঘটনাটা ঘটে, ৩১ মে সন্ধ্যায়। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের...

Close

উপরে