Logo
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ | ২রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

আধুনিক রূপে রূপান্তরিত হচ্ছে সিলেট-তামাবিল মহাসড়ক

প্রকাশের সময়: ৪:১১ অপরাহ্ণ - শুক্রবার | জানুয়ারি ১২, ২০১৮

তৃতীয় মাত্রাঃ
খায়রুল আলম সুমন, সিলেট প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়ককে নতুন রূপে রূপান্তরিত করে সাজানো হচ্ছে। সরকারের গৃহীত এ পদক্ষেপের ফলে বদলে যাচ্ছে সড়কটির মেরামত কাজও। ভারত হয়ে সেভেন সিস্টার, তামাবিল স্থল বন্দরসহ সারা দেশের সাথে সহজতর সড়ক যোগাযোগের মাধ্যম সিলেটের তামাবিল সড়কের উন্নয়নে সরকার স্থায়ী ও দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ করে উদ্যোগ নেয়ায় এর ফলও পাওয়া যাবে আশানরুপ। ভঙ্গুর, খানাখন্দে ভরা সড়কটির স্থায়ী সংস্কারে আর সি সি ঢালাই, রি কনষ্ট্রাকশন, স্ট্যান্ডিং সার্ভিসিং ওয়ার্ক, ১টি টোল প্লাজাসহ নতুন রূপে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হইতে জাফলং পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক মেরামতের লক্ষে জাতীয় অর্থ পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ০৯ জানুয়ারি মঙ্গলবার পাস হওয়া ১৩টি প্রকল্পের মধ্যে এই সড়ক মেরামতে ১৯০ কোটি টাকার প্রকল্পের অনুমোদনও মিলেছে। এদিকে সড়ক ও জনপদ (সওজ) ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে জানা যায় টেন্ডারের পর প্রকল্পের অর্থ ছাড় শুরু হলে খুব শীর্ঘই প্রকল্পের কাজ শুরু হবে। আগামী ২ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে। এ ব্যাপারে সিলেটের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী উৎপল শামন্ত জানান, সিলেট-তামাবিল মহাসড়ককে সংস্কার ও আধুনিকায়নে ১৯০ কোটি টাকা ব্যয়ে সরকার উদ্যোগ নিয়ে প্রকল্প গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হইতে জাফলং পর্যন্ত সড়কের মধ্যে ৪ কিলোমিটার আর সি সি ঢালাই, ৪কিলোমিটার রিকনষ্ট্রাকশন, ৯কিলোমিটার স্ট্যান্ডিং সার্ভিসিং ওয়ার্কসহ ১টি টোল প্লাজা নির্মাণ করা হবে। টেন্ডার হওয়ার পর অচিরেই এ প্রকল্পের কাজ শুর হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের পরপর দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের চার বছর সম্পন্ন হওয়া উপলক্ষে আজ সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ...

Close

উপরে