Logo
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ | ১লা কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ

বিশ্বমানের বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে গাজীপুরে

প্রকাশের সময়: ৯:৫৯ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জুলাই ১১, ২০১৯

তৃতীয় মাত্রা

গাজীপুরে ১০০ একর জায়গার ওপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন করা হবে। সেটি বিশ্বমানের ফিল্ম সিটিতে উন্নীত করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র বিকাশে ভারতসহ অন্যান্য দেশের চলচ্চিত্র আমদানি নিষিদ্ধ করা হয়েছিল। চলচ্চিত্র উন্নয়নের জন্য অনেক প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গাজীপুরে ১০০ একর জায়গার ওপর বঙ্গবন্ধু ফিল্ম সিটি স্থাপন করা হবে। সেটি বিশ্বমানের ফিল্ম সিটিতে উন্নীত করব।

সিনেমা হল বন্ধ প্রসঙ্গে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, হলগুলো বন্ধ হচ্ছে এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় এটা সমগ্র বিশ্বব্যাপী হচ্ছে, ভারতেও অনেক সিনেমা হল বন্ধ হয়েছে। আকাশ সংস্কৃতির কারণে তাছাড়া নিউ মিডিয়ায় ছবিগুলো চলে আসায় সিনেমা হল বন্ধ হচ্ছে।

 তিনি বলেন, সমগ্র পৃথিবীতে সিনেমা হলগুলো সংকুচিত হচ্ছে। ভারতের মতো আমাদের দেশেও অনেক সিনেমা হল বন্ধ হয়েছিল। যদিও সিনেমা হলগুলো আবার চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, যারা সিনেমা হল আধুনিকায়ন করতে চান বা বন্ধ সিনেমা হল চালু করতে চান তাদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে। এটি হলে কয়েক বছরের মধ্যে সিনেমা হলের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Read previous post:
আমিরাতে বাস দুর্ঘটনায় ২ প্রবাসী নিহত, আহত ৩১

তৃতীয় মাত্রা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২ জন নিহত ও আরো ৩১ জন আহত হয়েছেন।...

Close

উপরে