Logo
বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ | ৪ঠা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

বার্সার কোচের আগ্রহ নেই ব্যালন ডি’অর নিয়ে

প্রকাশের সময়: ১১:১৪ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | ডিসেম্বর ৭, ২০১৭

তৃতীয়মাত্রা :

এবারের ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদো বা লিওনেল মেসি যেই জিতুক না কেন তাতে আগ্রহ নেই বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদের। তার মতে, কোনো মূল্য নেই এসব পুরস্কারের।

বৃহস্পতিবার ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করবে ফুটবল বিষয়ক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের লড়াইয়ে এবারও ফেভারিটের তালিকায় আছেন রোনালদো ও মেসি।

তবে গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ এবং জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬ জেতায় রোনালদোর হাতেই পুরস্কারটি উঠতে পারে বলে অনেকের ধারণা। আর তা হলে পাঁচবার পুরস্কারটি জিতে বার্সেলোনার লিওনেল মেসিকে স্পর্শ করবেন পর্তুগালের এই ফরোয়ার্ড। গত অক্টোবরে তিনি টানা দ্বিতীয় বারের মতো জিতেছেন ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ড।

রোনালদোর আরও একটি পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ভালভেরদে জানান, আমার ব্যক্তিগত এসব পুরস্কারে আগ্রহ নেই ।

“আমি কোনো পুরস্কারকে একেবারেই মূল্য দেই না। গোল্ডেন শু, ব্যালন ডি’অর. আমি জানি না কতগুলো পুরস্কার আছে। আমি এসবের কোনোটাকেই মূল্যায়ন করতে চাই না।”

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
আট মাসে ম্যানসিটির প্রথম হার

তৃতীয়মাত্রা : একের পর এক জিতেই চলছিল ম্যানচেস্টার সিটি। হার কী জিনিস সেটি যেন ভুলেই গিয়েছে পেপ গার্দিওলার দল। অবশেষে...

Close

উপরে