‘বন্দিবিনিময় সত্ত্বেও রুশ-মার্কিন সম্পর্ক এখনো 'সংকটে': ক্রেমলিন

রাশিয়া আজ শুক্রবার বলেছে, ‘রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউতের সাথে কারাবন্দি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে বিনিময় সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক এখনো 'সংকটে' রয়েছে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমপন্থী ইউক্রেনে সৈন্য পাঠানোর পরে সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা বেড়েছে।
বন্দিবিনিময়ের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইজভেস্টিয়া পত্রিকাকে বলেছেন, 'বর্তমানে মার্কিন-রুশ দ্বিপক্ষীয় সম্পর্কের যে সংকট রয়েছে তা কাটিয়ে ওঠার দিকে এটি একটি পদক্ষেপ হতে পারে এমন কোনো অনুমানমূলক সিদ্ধান্তে আসা সম্ভবত ভুল হবে।'
দুই দেশের বন্ধন 'দুঃখজনক অবস্থায় রয়ে গেছে' মন্তব্য করে পেসকভ আরও জানান, মার্কিন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে একজন রুশ নাগরিক দেশে ফেরার অনুমতি পেয়েছেন। তাঁকে ১৪ বছর যাবৎ আমেরিকানরা বন্দি করে রেখেছিলো।
'মৃত্যুর বণিক' নামে আখ্যায়িত বাউতকে গত বৃহস্পতিবার আবুধাবিতে বন্দিবিনিময়ের মাধ্যমে মুক্তি দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া, লাগেজে গাঁজার তেল রাখার দায়ে রাশিয়ার কারাগারে বন্দি থাকা মার্কিন বাস্কেটবল তারকা গ্রিনারও (৩২) মুক্তি পেয়েছেন।
৫৫ বছর বয়সী বাউতের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে বিদ্রোহীদের অস্ত্র দেওয়ার অভিযোগ আনা হয়েছিলো। গত ২০০৮ সালে থাইল্যান্ডে একটি মার্কিন স্টিং অপারেশনে বাউতকে গ্রেপ্তারের পরে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। গত ২০১২ সালে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলো। -সূত্র : এএফপি
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description