‘বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি’: নৌপ্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাইনি। তার সুযোগ্য নেতৃত্বে খেলাধুলাসহ সব ক্ষেত্রে আরো এগিয়ে যাবে বাংলাদেশ।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের নতুন সভাপতি আজ সোমবার (৫ ডিসেম্বর) ঢাকায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির চতুর্থ বৈঠকে সভাপতির বক্তব্যেকালে এসব কথা বলেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীবলেন, 'খেলাধুলা প্রতিটি মানুষের জীবনের অংশ হওয়া উচিৎ। ' সবার সহযোগিতা ও আগ্রহে টেনিসকে ভালো কিছু দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'টেনিস খেলাটা এগিয়ে যাক। একটি টিম ওয়ার্কের মাধ্যমে স্পিরিট নিয়ে চললে সেটা সম্ভব।'
তিনি আরও বলেন, ‘আমরা টেনিসকে ভালো কিছু দিতে চাই। টেনিসের উন্নয়নে ফেডারেশনের নির্বাহী কমিটির বাইরে টেনিসের প্রতি যাদের আগ্রহ আছে তাদেরকেও এডজাস্ট করতে হবে।'
এছাড়া, ব্যক্তিজীবনে খেলাধুলার আগ্রহের কথাও উল্লেখ করেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি (খালিদ মাহমুদ চৌধুরী) বলেন, 'সবসময় খেলাধুলার মধ্যে আছি। বাবা ঢাকা প্রথম বিভাগে খেলেছেন। পরিবারের ভাই-বোনেরা খেলাধুলার সাথে জড়িত ছিল। খেলাধুলা ও সংস্কৃতির সাথে থাকতে ভালো লাগে, মনটা ভালো থাকে।'
প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এর আগে, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স পরিদর্শন করেন। -সূত্র : বাসস।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description