‘নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে’

গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। এছাড়া, নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। গত অক্টোবর মাসে মূল্যস্ফীতি ছিল ৮. ৯১ শতাংশ। যা গত সেপ্টেম্বর মাসে ছিল ৯.১০ শতাংশ।
একই সাথে মজুরি সূচক বেড়েছে। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে মজুরি সূচক বেড়েছে শুন্য দশমিক ৭ শতাংশ। গত নভেম্বরে মজুরি সূচক হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। অক্টোবর মাসে মজুরি সূচক ছিল ৬.৯১ শতাংশ। যা সেপ্টেম্বর মাসে ছিল ৬.৮৬ শতাংশ।
আজ ৫ ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মূল্যস্ফীতি এখন কমতির দিকে। সামনের দিনে আরো কমার সম্ভাবনা আছে। এবারের দেশে আমনের ফলন বেশ ভালো হয়েছে। এর একটা প্রভাব মূল্যস্ফীতিতে থাকবে। আশা করি সামনের দিনে মূল্যস্ফীতি আরও কমবে।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description