‘দু’জনেরই সিদ্ধান্ত বিয়ে করব না’: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। গত ২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সাথে আংটিবদল হয় এই নায়িকার। তবে, কথা ছিল, ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এরমধ্যে দুইবার ডিসেম্বর এলো আবার চলেও গেল কিন্তু তাদের বিয়ের সানাই আর বাজল না।
এর কারণ কী? এটা জানতে চাইলে নুসরাত ফারিয়ার সহাস্য জবাব, ‘এত জানার দরকার কী? ইন্ডাস্ট্রিতে অন্তত একজন নায়িকা সিঙ্গেল থাক না। জোর করে বিয়ে, বাচ্চা— এসব দরকার নাই তো। একটু রিলাক্সে, একটু শান্তিতে থাকি না।’
তবে, নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি পাত্র ও পাত্রী দুজন মিলে নিয়েছেন সেটাও জানা গেল এ অভিনেত্রীর কথায়। নুসরাত ফারিয়া বলেন, ‘আমার বিয়ে আর হবে না, করছি না। জীবনে ওঠা-নামা তো থাকবেই। আমাদের নিজেদের ভেতরে কোনো সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কখনও হয়নি। কিন্তু বিয়েটা আর হচ্ছে না।’
‘আশিকী’ সিনোম এ অভিনেত্রীর বক্তব্য, ‘আমি যা করি, বুঝেশুনেই করি। এ কারণেই আমার কাজে কোনো বিতর্ক নাই। রনির সঙ্গে আমার সব সময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে তার সঙ্গে। এখন যে সিদ্ধান্ত নিয়েছি, এটি দুজনের বোঝাপড়ার সিদ্ধান্ত।’
নুসরাত ফারিয়ার সংযোজন, ‘হুজুগের বশে কোনো কিছু করা ঠিক না। হুজুগের বশে করলে দীর্ঘ সময়ের ভোগান্তিটা আমারই হবে। এ কারণে ঠান্ডা মাথায় যা করার, সেটাই করছি আমি। সেভাবেই চলার চেষ্টা করি, করছি। আমার কাছে মনে হয়েছে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে।’
বিয়ের পর বিচ্ছেদ নিয়ে ভয় নুসরাত ফারিয়ার মনে। তার (নুসরাত ফারিয়া) কথায়, ‘আশেপাশে অনেক বিচ্ছেদের খবরে আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমা।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description