‘এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন আছে’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে।’
আজ ৫ ডিসেম্বর সোমবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, 'উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সবাই সিট পাবে।’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, 'আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছেন। আমরা সবাই যদি দায়িত্ব সঠিকভাবে পালন করি- তাহলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে। '
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। -সূত্র : বাসস।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description